সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার বিচার চেয়ে জোরদার আন্দোলনে নামলো বিজেপি

সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার বিচার চেয়ে জোরদার আন্দোলনে নামলো বিজেপি নেতা কর্মীরা।জলপাইগুড়িতে একটি বিক্ষোভ মিছিল করে গোটা শহর পরিক্রমা করেন তারা। মিছিল নিয়ে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করতে গেলে আটকে দেওয়া হয় তাদের। পুলিশের বাঁশের ব্যারিক্যাড‌ ভাঙার‌ চেষ্টা করা‌ হয়। শুরু হয় ধস্তাধস্তি।মিছিলে নেতৃত্ব দেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী।

আন্দোলনে অংশ নেওয়া বিজেপি নেতা কর্মীদের‌ অভিযোগ, সন্দেশখালির ঘটনার সঙ্গে যুক্ত মূল অপরাধীদের গ্রেফতার করছে না‌ পুলিশ।প্রতিবাদ‌ করতে গেলে পাল্টা‌ বিজেপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই অভিযোগ‌ নিয়ে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়। যদিও বিজেপি কর্মীদের আটকাতে জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় এলাকায় বাঁশের ব্যারিকেড‌ দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ।

এর ফলে সেখানে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি কর্মীরা‌। এদিন রাস্তা আটকে দেওয়ার ফলে টোটো সহ অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যাপক‌ অসুবিধা তৈরি হয়। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।শেখ শাহজাহান, শিবু হাজরাদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে বলে হুমকি দেন বিজেপি নেতারা।