জেডিএ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি

বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি কালচিনি ১ নং মণ্ডল কমিটি। এদিন বিজেপি কালচিনি ১নং মণ্ডল কমিটির পক্ষ থেকে জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি করা হয়।

বিজেপি নেতৃত্বরা জানান, প্রতিবছর বর্ষায় জয়ঁগার বিস্তর এলাকা প্লাবিত হয়। তোর্ষা নদীর ভাঙ্গনে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার বহু মানুষের ঘর বাড়ি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা এলাকার এই সমস্যা নিবারণে কোনো স্থায়ী কাজ করা হয়নি। বর্ষার পূর্বে জয়ঁগা এলাকার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে এদিন জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কিন্ত এদিন জেডিএ কার্যালয়ে চেয়ারম্যান এবং আধিকারিক অনুপস্থিত ছিল।
বিজেপির মণ্ডল সভাপতি রাজেষ ছেত্রি জানান, ডেপুটেশন কর্মসূচির পূর্বেই জানানো হয়েছিল কিন্ত তা সত্ত্বেও কেউ উপস্থিত নেই।