চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মুজুরি প্রদান, জমির পাট্টা প্রদান, অবসরের সময় সীমা ৫৮ থেকে ৬০ বছর করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে বিজেপির চা বাগান সংগঠন BTWU এর পক্ষ থেকে গেট মিটিং করা হল ।
শুক্রবার সকালে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে গেট মিটিং করা হয় প্রায় সমস্ত বাগানে ।
এদিন সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে এই গেট মিটিং করা হয়।