প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা, ইস্টার্ন বাইপাসে একাধিক দাবীতে সরব বিজেপি

প্রায়শই ঘটছে পথ দুর্ঘটনা।ঘটছে প্রাণহানির মত ঘটনাও।এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামলো বিজেপি।রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর নেতৃত্বে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপির নেতা কর্মীরা।

বিজেপির অভিযোগ, রাস্তার দুই ধারে পথবাতি না থাকায় অন্ধকারের জেরে দুর্ঘটনা ঘটছে।এসজেডিএ-র তরফে রাস্তা সংস্কারের জন্য পথবাতি সরানো হয়েছিল, রাস্তা সংস্কার শেষ হয়ে গেলে পুনরায় পথবাতি দেওয়া হয়নি।

এর জেরে দুর্ঘটনা ঘটছে।সম্প্রতি এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।নিরাপত্তাহীনতায় ভুগছে পথচারীরা।এই পরিস্থিতিতে পথ নিরাপত্তার স্বার্থে দ্রুত পথবাতির ব্যবস্থা করার পাশাপাশি পুলিশ পেট্রোলিং এর দাবি জানান বিধায়ক শিখা চ্যাটার্জী।