বিজেপির পক্ষ থেকে মারাত্মক অভিযোগ হাজি নুরুলের বিরুদ্ধে

Estimated read time 1 min read

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। BJP-র অন্যতম বড় হাতিয়ার ছিল সন্দেশখালি ইস্যু। তা সত্ত্বেও কিছু করতে পারেনি গেরুয়া শিবির।

সন্দেশখালির বসিরহাটে হাজি নুরুল ইসলামের হাত ধরে জোড়াফুল ফুটেছে। এবার তাঁর বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হলেন রেখা পাত্র। তাঁর অভিযোগ, মনোনয়নে ভুল তথ্য দিয়েছেন জোড়াফুল প্রার্থী। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল অবধি বসিরহাটের সাংসদ ছিলেন হাজি নুরুল।

এরপর ২০১৪ এবং ২০১৯ লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার ফের যখন বসিরহাট কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেন তিনি, তখন BJP মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেন, মনোনয়ন জমা করার সময় নো ডিউ সার্টিফিকেট দেননি হাজি নুরুল।

You May Also Like

More From Author