Disney+ Hotstar-এর সহযোগিতায় Thums Up-এর বিরিয়ানি হান্ট

Disney+ Hotstar-এর সহযোগিতায় “থামস আপ তুফানি বিরিয়ানি হান্ট”-এর প্রথম সিজন চালু করল Thums Up। ছয়-পর্বের এই দীর্ঘ সিরিজটি শুরু হবে ৩ মে থেকে। এপিসোড গুলি প্রতি বুধবার করে সম্প্রচারিত হবে। এক্সক্লুসিভ এই সিরিজের দায়িত্বে রয়েছেন সেলিব্রিটি শেফ রণবীর ব্রার এবং তেলেগু অ্যাঙ্কর রবি বৈশিষ্ট।  

বলাবাহুল্য, থামস আপ এবং বিরিয়ানি উভয়ই ভারতে খুব জনপ্রিয়। এর আগে শাহরুখ খান এবং বিজয় দেবেরাকোন্ডার সাথে থামস আপ এবং বিরিয়ানির ক্যাম্পেনটি ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করে। এবার থামস আপ-এর লক্ষ হল Disney+ Hotstar-এর সাথে যৌথ সহযোগিতায় একটি ওয়েব সিরিজের মাধ্যমে “থামস আপ তুফানি বিরিয়ানি হান্ট”-এর ক্যাম্পেনটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া।   

অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার কেন্দ্রস্থলে অবস্থিত ছয়টি আইকনিক বিরিয়ানি রেস্তোরাঁয় থামস আপ-এর এই সিরিজটির ছয়টি পর্ব শ্যুট করা হয়েছে। এই সিরিজের মাধ্যমে থামস আপ  খাদ্যপ্রেমীদের একটি ট্রিট দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে খাদ্য রসিকরা প্রকৃত বিরিয়ানির মশলা এবং স্বাদ থেকে শুরু থামস আপের ট্র্যাডিশনাল স্বাদ উপভোগ করতে পারবেন।