ছেলের হাতে জন্মদাতা বাবার খুন , তদন্তে এসে উদ্ধার আরো এক মৃতদেহ

ছেলের হাতে বাবা খুন। তদন্তের এসে, আরো এক মৃতদেহ উদ্ধার। মদ্যপ অবস্থায় বাবাকে মেরে ঘরের শোকেসে কম্বল পেচিয়ে বন্ধ করে পালিয়ে যায় ধৃত যুবক। পাশাপাশি স্থানীয়দের অনুমান প্রায় বেশ কয়েকদিন আগে তারি এক আত্মীয়কে মেরে সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখার অভিযোগ এই ধৃত এর বিরুদ্ধে। কোচবিহার ডাউয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

ঘটনার পর থেকে নিরুদ্দেশ ধৃত যুবক।ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গোটা বাড়িকে ঘিরে রেখেছে। মৃত কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে মাননাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।৷মৃত ওই  ব্যক্তির নাম  প্রণব কুমার বৈস্য(৬০), এবং ধৃতের নাম বাবুল কুমার বৈশ্য।

স্থানীয়দের অনুমান গতকাল রাতেই ধৃত মদ্যপ অবস্থায় তার বাবাকে খুন করে ঘটনার রাত থেকেই তাদের ঘরে ঝগড়াঝাঁটির আওয়াজ শুনতে পান পার্শ্ববর্তী এলাকা স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি প্রায়শই বাবা ছেলের ঝগড়া লেগেই থাকতো বলেও স্থানীয়রা জানান। একই সাথে, যেই ব্যক্তির মৃতদেহ ওই বাড়ির পায়খানা সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে  তিনি সম্পর্কে ধৃতের পিসতোতো ভাই  বলে খবর।