আপাতত দলের দায়িত্ব কাড়ছেন না বীরভূমে কেষ্ট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় টানা দু’বছর জেল খাটার পর সদ্য জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত।  

তবে শোনা যাচ্ছে এখনই দায়িত্ব ছাড়ছেন না তিনি। অনুব্রত জানালেন, ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আনার পরই তিনি বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব ছাড়বেন। তার আগে গুরুদায়িত্ব পালন করবেন তিনিই।

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সিবিআই আদালতে চলে মামলা। সেখানে সংশোধনাগারে বন্দি থাকার পর তিহাড় জেলে দিল্লিতে নিয়ে আসা হয় অনুব্রতকে। সেখানে তাকে গ্রেফতার করে ইডিও। এতদিন তিহাড়ে থাকার পর দুর্গাপুজোর ঠিক আগে ছাড়া পেয়েছেন তিনি।