গত ২৭ জুন পদ্মা সেতুতে বাইক চালানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পদ্মা সেতুতে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ায়, ক্ষোভ ফুঁসছেন বাইকারেরা। বাইক চালকদের একাংশের বক্তব্য, তাদের কাছে বাইকের যাবতীয় নথি থাকার পরও তারা কেনো বাইক নিয়ে চলাচল করতে পারবে না।
অপরদিকে এক বাইক চালকের বক্তব্য,বাইকের স্পীড নির্ধারিত করে দিক সরকার।কিছু বাইক চালকদের জন্য আমরা কেনো অসুবিধার মধ্যে পড়বো।
অন্যদিকে আরও এক বাইক চালকের বক্তব্য, পথযাত্রীদের কথা চিন্তা করে সরকারের ভাবা উচিত,কিছু সমাধানের রাস্তা বার করা।
উল্লেখ্য, সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মক আহত হয়েছেন।
প্রসঙ্গত, এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সেতুর ওপর কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না।
আরও জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালানো যাবে।
প্রজ্ঞাপনে উল্লিখিত নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে: পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো নিষেধ। যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকাবিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা অযান্ত্রিক যানবাহন নিয়ে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫ দশমিক ৭ মিটারের চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপর কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।