বড় স্বস্তি, দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি ঘটলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে দীর্ঘ ২০ বছর অবশেষে জয় পেলো দীনবন্ধু পুরকায়েত নামক এক শিক্ষকের। বহুদিন থেকে জমে থাকা বকেয়া বেতন, পেনশন সুদ-সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিরুদ্ধ রায়।
তিন সপ্তাহের মধ্যে শিক্ষকের সুদ-সহ বকেয়া বেতন এবং চার সপ্তাহের মধ্যে পেনশন-সহ সমস্ত বকেয়া মিটিয়ে দিতে বলেছেন বিচারপতি রায়। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার আদিপাড়া আম্বেদকর স্কুলে ১৯৮৬ সালে অর্গানাইজেশন শিক্ষক হিসাবে চাকরিতে ঢোকেন তিনি। এরপর ২০০৩ সাল পর্যন্ত আদিপাড়া আম্বেদকর স্কুলে স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলেন দীনবন্ধু পুরকায়েত।
ওই বছরেই স্থানীয় কিছু যুবক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। যার জেরে দীনবন্ধুবাবুর বেতন বন্ধ হয়ে যায়। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। প্রচুর চেষ্টার পর অবশেষে আদালতের রায়ে স্বস্তি পেলেন তিনি। আদালতের রায়ের পর তিনি জানান, লড়াই দীর্ঘদিনের হলেও অবশেষে জয় তো পেয়েছি।