বড় হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার নতুন পথে যেতে চলেছে রাজ্যের মহার্ঘ ভাতা আন্দোলন।

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বা ডিএ আন্দোলনকারীরা এবার সাক্ষাৎ করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কর্মচারীদের এই দাবি যদি না মানা হয় তাহলে তারা হাঁটতে পারেন লাগাতার ধর্মঘটের পথে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হল।

আন্দোলনকারীরা জানিয়েছেন, কলকাতায় তারা একটি মিছিল করবেন আগামী ১৯ তারিখ। বিরাট সেই মিছিল শিয়ালদা, হাওড়া, হাজরা মোড় থেকে এসে মিলিত হবে শহীদ মিনারে। তারপর সেখানে একটি সভা হবে। সেদিন আন্দোলনকারীরা দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে।