পুষ্পা ৩ নিয়ে বড় আপডেট

২০২৪ সালের সর্বাধিক উপার্জিত সিনেমার তকমা পেয়েছে আল্লুর পুষ্পা ২।  ৫ ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাওয়ার ১ মাস ১০ দিন পরেও বক্স অফিস দখল করে রেখেছে। শুধু তাই নয়, বিশ্বব্যপী বর্তমানে এই ছবির আয় ১৮০০ কোটির বেশি। আর ভারতে ১,৪৩৮ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে এই সিনেমা। অর্থাৎ, পাঠান, জওয়ান, অ্যানিম্যাল সব রেকর্ডই যাকে বলে ভেঙে খানখান করে দিয়েছে।

এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট ‘পুষ্পা: দ্য র‍্যাম্পেজ’ নিয়ে কথা বলার সময় ছবির মিউজিক কমপোজার দেবী শ্রী প্রসাদ জানালেন, সুকুমার স্যার (পরিচালক) অক্লান্ত পরিশ্রম করছেন, ক্রমাগত দৃশ্য এবং গল্পের পুনর্নির্মাণ করছেন। পুষ্পা-র আখ্যানের সঙ্গে মানানসই কিছু একটা ফাইনাল হলেই হয়তো পরের পার্টটির কাজ শুরু হয়ে যাবে।

দ্বিতীয় পার্ট, পুষ্পা: দ্য রুল নিয়ে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমরা জানতাম পুষ্পা ২ বিশাল হতে চলেছে। বিশেষ করে পুষ্পা ১-এর অভূতপূর্ব সাফল্যের পর। প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, এবং এটি তার নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে এসেছিল। কিন্তু তেলুগু, হিন্দি, কন্নড় বা অন্য যে কোনও ভাষাতেই আমরা যে ভালবাসা পেয়েছি, তা জাদুকরী। মহারাষ্ট্র, কাশ্মীর, নেপাল এবং বহু দেশের মানুষ ছবিটি গ্রহণ করেছে। এটি একটা আশীর্বাদ। আর আমরা আপনাদের শুধু ধন্যবাদই জানাতে পারি। ’আল্লু অর্জুনের ছবিটি সংগ্রহের দিক থেকে এসএস রাজামৌলির বাহুবলী ২-কেও ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল-অভিনীত সিনেমাটি ভারতে সর্বাধিক উপার্জনকারী সিনেমা হয়ে উঠেছে।