লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে উত্তর ২৪ পরগনা জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় দুমাস।
জানা যাচ্ছে, আগামী ১০ মার্চ ব্রিগেডের সভার পর ২৪ পরগনাতে যাবেন মমতা। সেখানে হাবড়ায় সভা করতে পারেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ঘটনার পর গত ৬ই মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে শাসকদলকে জোর আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তারই উত্তর দিতে এবার হাবড়ায় মমতার সভা এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি। এই পরিস্থিতিতে মমতার এই সভা একাধিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।