রাজ্য সরকারের তরফে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ, উত্তরপ্রদেশ, গুজরাত, বেঙ্গালুরুর মতো জায়গায় যখন ফুড ডেলিভারি বয়দের উপর মারধরের ছবি সামনে আসছে, তখন তাঁদের জন্য বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্যে ফুড জেলিভারি কাজের সঙ্গে যুক্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে রাজ্য।
জীবন-জীবিকার তাগিদে, রোদ-জলে ভিজে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই ডেলিভারি বয়রা কখনও মোটরবাইক, কখনও আবার সাইকেলে ঘুরে ঘুরে অর্ডার করা জিনিস ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসেন। অসংগঠিত শ্রেণির এই কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, ডেলিভারি কর্মীদের সুরক্ষার জন্য পৃথক একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হবে। তাঁদের সামাজিক সুরক্ষা এবং কল্যাণের জন্য করণীয় দিকগুলি সুনিশ্চিত করবে এই বোর্ড। এঁদের জন্য কল্যাণ তহবিলও তৈরি করা হবে। অন্যান্য অসংগঠিত শ্রেণির কর্মীদের মতো তাঁরাও যাতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাগুলি পান, তা নিশ্চিত করবে রাজ্য সরকার।