বড় পদক্ষেপ, তদন্তের মাঝেই গ্রেফতার তিন রেলকর্মী

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো রয়েছে মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এবার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় বড় পদক্ষেপ নিল সিবিআই। তদন্তকারী সংস্থা টেকনিশিয়ান সোহো পাপ্পু ছাড়াও রেলওয়ের দুই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মাহান্তো এবং মোহাম্মদ আমির খানকে গ্রেপ্তার করেছে।

তিনজনকেই আইপিসির 304/201 ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তবে CBI-র তরফ থেকে গ্রেফতারের বিষয়ে এখনও কিছু বলা হয়নি যে কোন অফিসার কোন ভুল করেছেন, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বালাসোর ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলওয়ে বোর্ডে নিরাপত্তা কমিশনারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে সিগন্যাল মেরামতের কাজ ভুলভাবে করা হয়েছিল, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার এক ঘন্টা আগে কিছু মেরামতের কাজ করা হয়েছিল, যার কারণে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছিল। যদিও রেলওয়ে এই রিপোর্ট সর্বসমক্ষে শেয়ার করেনি।