ইডির তরফে বড় পদক্ষেপ

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। গত বুধবার সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে সিবিআই।

ইডি পেটানোর এই মামলায় সন্দেশখালির ‘বাঘে’র বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ধারায় দোষী প্রমাণিত হলে শাহজাহানের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সিবিআই সূত্রে খবর, তদন্তের সকল নথিপত্র সংগ্রহ করার পর এই ধারা রুজু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মামলার নথি সংগ্রহের পর সিবিআই আধিকারিকরা বুঝতে পারেন, রাজ্য পুলিশ কিংবা সিআইডির তরফ থেকে শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার কোনও ধারা প্রয়োগ করা হয়নি। এরপর সন্দেশখালির ‘বাদশা’র বিরুদ্ধে আইপিসি ৩০৭ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নেন তাঁরা।