আবারও বড় ধাক্কা, বিদ্যুৎ পর্ষদের বকেয়া ডিএ নিয়ে আবেদন প্রত্যাহার করল পর্ষদ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে বলেন, এখন ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চে করা আবেদন প্রত্যাহার করতে চায় পর্ষদ। এদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
বিষয় হল, ২০১৯ সাল পর্যন্ত পুরনো বকেয়া ডিএ মিটিয়ে দিলেও ২০২০ সাল থেকে হওয়া নয়া রেপো বিধি অনুযায়ী বকেয়া মেটাতে নারাজ পর্ষদ। বিচারপতি মান্থার দেওয়া সেই নির্দেশ ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট বজায় রাখে। তবে এতদিনে পর্ষদ আবেদন প্রত্যাহার করার আবেদন ফের অযথা সময় নষ্টের চেষ্টা বলে দেখছেন কর্মীদের অধিকাংশই।
রাজ্য বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার কর্মীদের ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে সংস্থার তরফে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তা আগেই কলকাতা হাইকোর্টকে জানানো হয়েছিল। আর ২০২০ সাল থেকে নতুন হারে বকেয়া ডিএ মেটানো নিয়ে আদালতের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আর্জি আগেই জানানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে।