রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহাড়।
এরই মধ্যে এবার মণ্ডল পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বিগত সাত-আট বছরে অনুব্রত মণ্ডল নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন। যার প্রমানও আদালতে দিয়েছে ইডি। ইডি অনুব্রত ও তার স্ত্রী, মেয়ের নামে থাকা সমস্ত সম্পত্তি একজোটে বাজেয়াপ্ত করল।
মোট ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বোলপুরের বিভিন্ন জায়গায় কেনা বিঘার পর বিঘা জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ মেয়ে সুকন্যা মণ্ডল ও স্ত্রীর নামে রাখা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সবমিলিয়ে মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, পূর্বে সিবিআই অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল।