বড় ধাক্কা, চাকরি খুইয়ে এবার ডিভিশন বেঞ্চে গেলেন ববিতা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে স্কুলশিক্ষিকার পদে কর্মরতা শিলিগুড়ির বাসিন্দা ববিতা সরকারের চাকরি চলে গিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি পেয়েছেন আরেক এসএসসি পরীক্ষার্থী অনামিকা রায়।

এদিকে, চাকরি খুইয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ববিতা, চ্যালেঞ্জ জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকেই। ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ প্রসঙ্গে ববিতাকে মামলা দায়েরের অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ।

অনামিকার অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতক স্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। এরপরেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠতেই ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরেশকন্যা অঙ্কিতার থেকে প্রাপ্ত টাকা ববিতাকে ফেরত দিতে হবে বলেও জানিয়ে দেন।