বড় চাঞ্চল্যকর তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।

আর এই ‘কাকু’র গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গরু ও কয়লা পাচার চক্রেও হাত রয়েছে সুজয়কৃষ্ণর। এমনটাই বিস্ফোরক দাবি ইডির। আর এই সূত্রেই এবার ইডির হাতে ধৃত সুজয়কৃষ্ণের গতিবিধিতে নজর রাখছে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির দাবি হেফাজতে থাকাকালীন এ বিষয়ে সুজয়কৃষ্ণকে একাধিক বার প্রশ্ন করা হলেও তা এড়িয়ে গিয়েছেন তিনি।

অন্যদিকে, ইতিমধ্যেই আদালতে ইডি দাবি করেছে, কমপক্ষে ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনে সুজয়কৃষ্ণর যোগ রয়েছে। তার চারটি কোম্পানির হদিস মিলেছে। যার মধ্যে এখনও পর্যন্ত দুটি কোম্পানির টাকা ও সম্পত্তির লেনদেনের কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।