লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বড় রদলবদল বিজেপির শীর্ষ নেতৃত্বে। আর সর্বভারতীয় সহ সভাপতি নন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির শীর্ষনেতৃত্বের তালিকায় রইলেন একমাত্র অনুপম হাজরা। ১৩ জন রাষ্ট্রীয় সচিবের তালিকায় ৭ নম্বরে নাম রয়েছে অনুপমের।
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন কর্মসমিতির তালিকা প্রকাশ করেছেন। সেখানে সর্বভারতীয় সহ-সভাপতি পদে নাম নেই দিলীপ ঘোষের। তালিকা থেকে বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। তবে বিজেপি সূত্রে খবর, মন্ত্রিসভায় হয়তো জায়গা পেতে চলেছেন দিলীপ ঘোষ।
তবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।