বড় সুখবর, এবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ‘সোলার ডোম’

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর সরকারের তরফে। বিগত কয়েক বছর ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজনের কাছে ঘুরে বেড়ানোর জন্য অত্যন্ত আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে ইকো পার্ক। এবার ইকো পার্কের নতুন সংযোজন সোলার ডোম বা সৌর গম্বুজ।

প্রায় ৭-৮ তলা বাড়ি সমান উঁচু এই গম্বুজের চারদিক বইছে জলের ধারা। আর মাঝখানে রয়েছে বিশাল আকৃতির গম্বুজ। এই গম্বুজের নামকরণ করেছে ‘সোলার ডোম’। রাজ্যের মন্ত্রী তথা হিডকোর চেয়ারম‌্যান ফিরহাদ হাকিমের হাত ধরেই সোলার ডোমের প্রবেশদ্বার উদ্বোধন হয়েছে।

লোহার কাঠামো, কাঁচ সোলার প্যানেল ইত্যাদি দিয়ে এই গম্বুজটি তৈরি করা হয়েছে। এই সোলার প্যানেল সৌরভ গম্বুজ ঘিরে রয়েছে প্রায় ২ হাজার সোলার প্যানেল। যা থেকে প্রতিদিন ১৮০ কিলোওয়াট এর মতো বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। এই সৌর বিদ্যুৎ ব্যবহার করেই সোলার ডোমের ভিতরে আলো, পাখা কম্পিউটার, লিফ্ট সহ পার্কের আলোও জ্বলবে।