কোথাও ভ্ৰমণ মানেই আগেই মনে পরে রেলযাত্রা না হলে বিমান যাত্রা। এরই মধ্যে সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। নিজেদের গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিদিন নিজেদেরকে আরো উন্নত করার চেষ্টা করছে।
রেলের প্রধান লক্ষ্যমাত্রা আরো দ্রুত যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সম্প্রতি ভারতীয় রেল এমনই একটি সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেলের এই নয়া উদ্যোগে শিলিগুড়ির গ্রামীণ ট্রেনগুলি কলকাতা সহ অন্যান্য জায়গায় আরো দ্রুত পৌঁছে যাবে।
মূলত ইলেকট্রিক ট্রেন চালু করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা আনা হচ্ছে। রেল সূত্রের খবর, ইলেকট্রিক ট্রেন আর কিছুদিনের মধ্যেই ব্রডগেজ লাইনের উপর দিয়ে চলাচল করবে। রাধিকাপুর বারসই লাইনে প্রায় দু’বছর আগে বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়। এই কাজগুলি এখন প্রায় শেষের দিকে। খুব দ্রুত এই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। অপরদিকে ইলেকট্রিক ট্রেন শুরু হলে শিলিগুড়ির গ্রামীণ ট্রেনগুলো দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে।