বড় সুখবর, নয়া উদ্যোগ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এর মধ্যে পূর্ব রেল অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। পূর্ব রেলের অন্তর্গত বিভিন্ন স্টেশন থেকে নিয়মিত ছাড়ে বন্দে ভারত, রাজধানী, শতাব্দী এক্সপ্রেস এর মতো ট্রেনগুলি।

প্রিমিয়াম ট্রেন ছাড়াও পূর্ব রেল বিভিন্ন গ্রাম-মফস্বল-শহরতলিতে পরিষেবা প্রদান করছে। এবার পূর্ব রেল লোকাল ট্রেন পরিষ্কার করার জন্য অত্যাধুনিক পন্থা বার করল। লোকাল ট্রেন পরিষ্কার করার জন্য পূর্ব রেল বিভিন্ন জায়গায় বসিয়েছে অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট।

রেলওয়ে বলছে এই মেশিনের ফলে যেমন জল খরচা কমানো যাবে, তেমনই আরো ভালোভাবে পরিষ্কার করা যাবে ট্রেনগুলিকে। ইএমইউ ট্রেনগুলিকে আরো ভালোভাবে পরিষ্কার করার জন্য অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট বসানো হয়েছে হাওড়ার ইএমইউ কারশেডে।