বড় সুখবর রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে।

এবার এই বাংলার বাড়ি নিয়েই আরও বড় সুখবর। এবার নিয়োগ করা হবে জবকার্ড হোল্ডারদের। কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জবকার্ড হোল্ডারদের বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হবে। এই পর্যায়ে দক্ষিণ ২৪ পরগনায় ১ লক্ষ ৪১ হাজার বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় জবকার্ড হোল্ডারের সংখ্যা দুই লক্ষেরও বেশি। পরিবার পিছু একজনকেই কাজের বরাত দেওয়া হবে। ব্লক প্রশাসন সেই তালিকা তৈরি করবে। প্রসঙ্গত, এর আগেও জবকার্ড হোল্ডারদের কাজের সুযোগ করে দিয়েছে রাজ্য। পথশ্রী প্রকল্পেও তাদের নিয়োগ করা হয়েছিল।