রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। রাজস্থান সরকারের তরফে প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা ফুড স্কিম শুরু করা হয়েছে।
চালু হওয়া এই স্কিমটি ১.৪ কোটিরও বেশি পরিবারকে চলতি বছরে দিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, বিনামূল্যে অন্নপূর্ণা খাদ্য প্রকল্প শুরু হয়েছে রাজ্যে। প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা কিটও পাবেন রাজ্যবাসী।
নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্নপূর্ণা খাবারের প্যাকেটে রয়েছে এক কেজি ছোলার ডাল সহ চিনি, আয়োডিন-যুক্ত লবণ, ১০০ গ্রাম করে লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো এবং ৫০ গ্রাম হলুদ ও এক লিটার পরিশোধিত সয়াবিন ভোজ্যতেল।