বড় সুখবর রেলমন্ত্রীর তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। জানা গিয়েছে যে, ভারতীয় রেল এবার হাইড্রোজেন চালিত ইঞ্জিন তৈরি করছে। যেটি বিশ্বের সর্বোচ্চ হর্স পাওয়ার বিশিষ্ট হাইড্রোজেন ইঞ্জিন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে ভাষণ দেওয়ার সময়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা বলেন। তিনি জানান, বিশ্বে মাত্র ৪ টি দেশ এই ধরণের ইঞ্জিন তৈরি করে। রেলমন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশ ৫০০ থেকে ৬০০ হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন তৈরি করে।

যেখানে ভারতীয় রেল দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২২ হর্স পাওয়ারের ইঞ্জিন তৈরি করেছে। মন্ত্রী জানান যে এই ইঞ্জিনটি শীঘ্রই হরিয়াণার জিন্দ এবং সোনিপাতের মধ্যে চালানোর মাধ্যমে পরীক্ষা করা হবে। জানিয়ে রাখি যে, হাইড্রোজেন ইঞ্জিন চালানোর জন্য ডিজেল এবং বিদ্যুতের প্রয়োজন হয় না।