রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। বর্তমান সময়ে চাকরি পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। এই আবহে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার।
এবার রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম তথা WBMDFC-এর উদ্যোগে চাকরির মেলা আয়োজন করা হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই এই কেরিয়ার মেলা ও চাকরির উৎসব শুরু হয়ে যাবে। শুরু হয়ে গিয়েছে আবেদন। অনলাইনেই এই চাকরির মেলার জন্য আবেদন করা যাবে। ২০২৫ সালের ২ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি অবধি রাজ্য সরকারের এই চাকরির মেলা চলবে। কলকাতার পার্ক সার্কাস ময়দানে রোজ সকাল ১১টা থেকে রাত ৯টা অবধি এই মেলা হবে। ইচ্ছুক প্রার্থীদের প্রথমে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকে ‘মিলন উৎসব’ অপশনে ক্লিক করে আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে নিতে হবে।