বড় সুখবর কতৃপক্ষের তরফে, পশ্চিমবঙ্গে আসছে এসি লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত রেল যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন পদ্ধতি গ্রহণ করছে রেল কতৃপক্ষ। এবার পশ্চিমবঙ্গের রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে, প্রকাশ্যে এসেছে ‘ফার্স্ট লুক’।

কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। ট্রায়ালে সাফল্য মিললে ধীরে ধীরে অন্য রুটগুলিতেও এই কাজ শুরু হবে। শুরু হবে আগামী ১৪ অক্টোবর থেকে। জানা গিয়েছে, রানাঘাট-শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে।

এছাড়া বাদ বাকি কামরাগুলি আগের মতোই থাকবে। প্রথম শ্রেণির কামরায় সাধারণ আসনের পরিবর্তে নরম আসন থাকবে প্রথম শ্রেণির ট্রেনে। বিশেষ কামরাগুলির মেঝেতে কার্পেট পাতা থাকবে। সেইসঙ্গে কামরার গায়ে বিভিন্ন ছবি আঁকা থাকবে।