বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। মুম্বাই-আমেদাবাদ বুলেট প্রকল্পের প্রসঙ্গে এবার একটি বড় আপডেট সামনে এসেছে।

ভারতের প্রথম হাই-স্পিড মুম্বাই-আমেদাবাদ করিডোরের জন্য জাপানি শিনকানসেন বুলেট ট্রেন কেনার চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে অত্যধিক বিলম্বের মধ্যে রেল মন্ত্রক একটি সিগন্যালিং সিস্টেমের জন্য বিড আমন্ত্রণ জানিয়েছে। যেখানে ওই বিভাগে ২৮০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বাধিক ডিজাইনের গতি সহ বন্দে ভারত ট্রেনগুলিকে চলতে দেবে।

মন্ত্রক আগে দাবি করেছিল যে শিনকানসেন ট্রেনগুলি ২০২৬ সালের আগস্টের মধ্যে সুরাট-বিলিমোরা বিভাগে সফর শুরু করবে। এখন স্পষ্ট যে এই হাই-স্পিড ট্রেনগুলি ২০৩৩ সালের আগে চালু হবে না। ২০৩৩ সালের মধ্যেই এই কাজ শেষ হবে।