রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন বছরে চোখ ধাঁধানো উপহার পেতে চলেছে বঙ্গবাসী। ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেটেই নাকি বুলেট ট্রেনের জন্য বেশ কয়েকটি হাইস্পিড রেল রুটের ঘোষণা করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আর সেখানেই নাকি উঠে আসবে বাংলার নাম। আগামী ১ লা ফেব্রুয়ারি রয়েছে সাধারণ বাজেট। ওই বাজেটেই হাওড়া-বারাণসী হাইস্পিড রেল করিডরের ঘোষণা করা হতে পারে। পাশাপাশি আরো তিনটি রুটের নামও থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্য তিনটি রুটের মধ্যে থাকছে দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর এবং চেন্নাই-মাইসুরু। এই রুটগুলিতে আদৌ হাইস্পিড ট্রেন চালানো সম্ভব কিনা তা নিয়ে ডিপিআর প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। তাতেই প্রাথমিক ভাবে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, ওই রুটগুলিতে উচ্চ গতির ট্রেন চালানো যেতে পারে।