বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার আসতে চলেছে, বন্দে ভারত স্লিপার ট্রেন। দূরপাল্লার ভ্রমণের জন্য ১০ টি বন্দে ভারত স্লিপার ট্রেনের অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে।

এর প্রথম প্রোটোটাইপ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত এর পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও, ২০০ টি বন্দে ভারত স্লিপার রেক তৈরির চুক্তিও প্রযুক্তিগত অংশীদারদের দেওয়া হয়েছে। এই ট্রেনগুলির পরীক্ষা সফল হওয়ার পরেই সেগুলিকে চালানোর সময়সীমা নির্ধারণ করা হবে।

রেল মন্ত্রক লোকসভায় জানিয়েছিল, ২ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে, স্বল্প ও মাঝারি দূরত্বের ভ্রমণের জন্য সারা দেশে ব্রডগেজ ইলেক্ট্রিফিকেশন নেটওয়ার্কে ১৩৬ টি বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালু হবে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলিতে গড় যাত্রী উপস্থিতি ১০০ শতাংশের বেশি ছিল।