বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের বিভিন্ন রুটে ইতিমধ্যেই সফর শুরু করেছে ভারতীয় রেলের ত্যাধুনিক সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।

এবার একটি চমকপ্রদ রুটে বন্দে ভারতের স্লিপার কোচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বহু প্রতীক্ষিত উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক প্রকল্পটি সম্পন্ন হয়েছে। এই সাফল্যের ওপর ভর করে, দিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পথ পরিষ্কার হয়েছে। USBRL প্রকল্পটি ১৯৯৪-৯৫ সালে অনুমোদিত হয়েছিল। এই প্রকল্পটি ৩৮৩ কিলোমিটার দীর্ঘ এবং এটি একটি জাতীয় প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় কাশ্মীর উপত্যকা জম্মু রেল স্টেশন এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হবে।