বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দূরের হোক কি কাছের সফর, প্রতিটি ক্ষেত্রেই চোখ বন্ধ করে রেলপথকে বিশ্বাস করেন অধিকাংশজন। যদিও, অনেকক্ষেত্রে নির্দিষ্ট ট্রেনের টিকিট না পাওয়ায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, এবার একটি অ্যাপের মাধ্যমেই যাত্রীরা দূরে ভ্রমণের আগে অনলাইন মারফত রিজার্ভেশন করতে পারবেন। শুধু তাই নয়, ট্রেনে সিট খালি আছে কি না সেই বিষয়েও বিস্তারিত তথ্য জানা যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জোনাল রেলওয়ে এই অনলাইন টিকিটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়েছে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এহেন গুরুত্বপূর্ণ পরিষেবা শুরু করতে চলেছে রেল। ইতিমধ্যেই ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের পাশাপাশি নর্থ রেলওয়েও যাত্রীদের সুবিধার জন্য এই অ্যাপ TTE-কে দিয়েছে। অ্যাপটির নাম হল HHT।