বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নতুন একটি ট্রেন খুব শিগগিরই চালু হতে চলেছে। এবার জানা গেল আগামী 2026 সালের মধ্যেই যাত্রীরা বুলেট ট্রেনে চাপতে পারবেন।

এই তথ্য জানিয়েছেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেনের 508 কিমি দৈর্ঘ্যের মধ্যে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে 2026 সালের মধ্যেই।

জানা যাচ্ছে পুরো অংশে বুলেট ট্রেন ছুটবে আগামী 2028 সাল থেকে। উল্লেখ্য, এই প্রকল্প শুরু হয়ে গেলে তার বড় প্রভাব আসবে দেশের অর্থনীতির ওপর। বুলেট ট্রেনের রাস্তার দুইধারে বিভিন্ন শহর এবং নগরের জীবনযাত্রায় আসবে আমূল পরিবর্তন। বুলেট ট্রেন প্রকল্পে সরকারের মোট খরচ হচ্ছে 1.10 লক্ষ কোটি টাকা। বুলেট ট্রেনের প্রযুক্তি সরবরাহ করবে জাপান, সেদেশের শিনকাসেন ট্রেনের ওপর ভিত্তি করে তৈরি হবে ভারতের বুলেট ট্রেন।