বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। আর কিছুদিন পরই গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে নিমেষে পৌঁছে যাওয়া যাবে বিবাদীবাগ। ইতিমধ্যেই গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ট্রায়ালরান শুরু হয়ে গেছে। যাত্রীরা গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রার সময় কথা বলতে পারবেন মোবাইলে।

যাত্রীদের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে নদীর তলায়। এর ফলে শুধুমাত্র কথা বলা নয়, যাত্রীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গটি নির্মাণ করা হয়েছে গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে।

এই জোড়া সুড়ঙ্গ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে জলের তলায়। এই সুরঙ্গের মাথার উপর দিয়ে বইবে গঙ্গা। এই ৫২০ মিটার সুড়ঙ্গ পথে যাত্রীদের বিশেষ অভিজ্ঞতা দিতে বসানো হয়েছে নীল এলইডি আলো। দেড় মিনিটেরও কম সময় লাগবে এই পথ অতিক্রম করতে।