পর্যটকদের জন্য বড় সুখবর, তৈরি হতে চলেছে নতুন রাস্তা

ঘুরতে যাওয়া মানেই প্রথমেই মনে পরে দার্জেলিংয়ের নাম। এবার দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য সুখবর নাম। দার্জিলিংয়ে ঢোকার জন্য বিকল্প নতুন রাস্তা তৈরি করা হবে, এমনটাই ঘোষণা করলেন জিটিএ। জানা গিয়েছে বিকল্প এই রাস্তা তৈরি করতে খরচ হবে প্রায় ১১ কোটি টাকা।

জিটিএ-র চিফ এগজ়িকিউটিভ অনীত থাপা বলেন শৈল শহরে প্রবেশের ১৩ কিমি দীর্ঘ এই রাস্তাটির কাজ দ্রুত শুরু হবে। তিনি আরো বলেন, দার্জিলিং শহরে যানজট কমাতে ও পর্যটকদের সুবিধার জন্যই এই বিকল্প রাস্তাটি নির্মাণ করা হবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সমতল থেকে দার্জিলিংয়ে যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে রেল লাইনের অংশ ও রাস্তা একত্রিত করার ভাবনা চালাচ্ছে।

সেই সময় জিটিএ বিকল্প পথ হিসেবে ঘুম লাগোয়া তিন মাইল এলাকা থেকে লেবং দিয়ে দার্জিলিং যাওয়ার নতুন রাস্তা তৈরির ঘোষণা করল। দার্জিলিং এ যাতায়াতের তিনটি রাস্তা হল শিলিগুড়ি থেকে রোহিণী রোড, পাঙ্খাবাড়ি রোড এবং ৫৫ নম্বর জাতীয় সড়ক। কার্শিয়াং এর বিভিন্ন প্রান্তে এই রাস্তাগুলি মেলে। সেখান থেকে দার্জিলিং পৌঁছাতে হয় একটি জাতীয় সড়ক ধরে।