বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে বড় খবর।
সিবিআইয়ের পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জশিট পেশ করল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। জানা যাচ্ছে, গত শনিবারই কেন্দ্রীয় এজেন্সির দেওয়া চার্জশিট গ্রহণ করেছে বিচারভবনে ইডির বিশেষ আদালত।
জানা যাচ্ছে, ৪ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই ৪ জন হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহ, অশোককুমার সাহা এবং সুবীরেশ ভট্টাচার্য। আদালতের তরফ থেকে এই ৪ অভিযুক্ত তথা সাবেক এসএসসি কর্তার বিরুদ্ধে সমন জারি করা হয়। তাঁদের আদালতে উপস্থিত হতে হবে।