বড় মাস্টারস্ট্রোক নমোর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে “প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি প্রকল্প”-র অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৭৫,০২১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় দেশের ১ কোটি পরিবার প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবে। এর পাশাপাশি ৩০০ ইউনিটের থেকে বাড়তি বিদ্যুতের ক্ষেত্রে মিলবে টাকাও। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ওই টাকা সরাসরি সংশ্লিষ্ট পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।