বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক দুর্নীতির রহস্যভেদ করতে একজোটে তদন্ত চালাচ্ছে দুই গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই।
এরই মধ্যে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন তথ্য। এবার উঠে আসছে দিল্লি যোগ। সিবিআই সূত্রে খবর, কেবল ওএমআর শিট মূল্যায়ন সংস্থা NYSA নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাত ছিল আরও এক বেসরকারি সংস্থার। যেই সংস্থা দিল্লিতে অবস্থিত।
জানা গিয়েছে এসএসসি’র ২০ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট মূল্যায়নের বরাত পেয়েছিল ওই সংস্থা। যেই কাজের বিনিময়ে ওই সংস্থাকে আশি লক্ষ টাকা দেওয়াও হয়েছিল। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থায় অভিযান চালিয়ে সমস্ত চাকরিপ্রার্থীর অরিজিনাল ওএমআর শিটের ডেটাবেসও সিবিআই এর হাতে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এর দ্বারাই ঘুরতে পারে তদন্তের মোড়।