বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন কেলেঙ্কারির অভিযোগে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।
এবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পদের ক্ষমতার প্রয়োগ করে চালকল মালিকদের থেকে নগদে কাটমানি তুলতেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিয়ম করে জ্যোতিপ্রিয়কে ক্যুইন্টালপ্রতি ধানে ২০ টাকা কাটমানি দিতে হত মিল মালিকদের।
গত বছর শেষের দিকে তল্লাশি চালিয়ে জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করেছিল তারা। সেই ডায়েরি থেকেই এই চাঞ্চল্যকর উঠে এসেছে। ‘রহস্যময়’ মেরুন ডায়েরি বিশ্লেষণ করে মিল মালিকদের কাছ থেকে নগদে কাটমানি নেওয়ার বিষয়টি স্পষ্ট উঠে এসেছে।