দিন প্রতিদিন অগ্রগতির দিকে এগোচ্ছে ভারত, যত এগোচ্ছে ততই বিভিন্ন ক্ষেত্রে একের পর এক নজিরবিহীন সাফল্য অর্জন করছে আমাদের দেশ। সম্প্রতি জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে বিগত ৯ বছরে এখনও পর্যন্ত ৪২৪ টি স্যাটেলাইটের মধ্যে ৩৮৯ টি বিদেশি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠিয়েছে ISRO।
সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, এক্ষেত্রে মোট ১৭৪ মিলিয়ন ডলারের মধ্যে, ১৫৭ মিলিয়ন ডলার এসেছে গত নয় বছরে। এছাড়াও, এখনও পর্যন্ত ২৫৬ মিলিয়ন ইউরোর মধ্যে ২২৩ মিলিয়ন ইউরো লাভ হয়েছে মোদী সরকারের এই নয় বছরেই।
মন্ত্রী বলেন যে, ভারতের মহাকাশ ক্ষেত্রটি দ্রুত বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। যে দেশগুলি ভারতের অনেক আগে তাদের মহাকাশ কর্মসূচি শুরু করেছিল তারাও আজ ক্রমবর্ধমানভাবে তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতের পরিষেবা এবং সুবিধাগুলি খুঁজছে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় এহেন সাফল্য নিঃসন্দেহে “ঐতিহাসিক”।