বড় খুশির খবর, এবার মাত্র কয়েক ঘন্টায় সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে দিল্লি। এতদিন বিমানের মাধ্যমে দ্রুত পৌঁছে যাওয়া যেত কলকাতা থেকে দিল্লি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার কলকাতা থেকে দিল্লি কিংবা দিল্লি থেকে কলকাতার যাতায়াত মাত্র ১৭ ঘন্টায় হয়ে যাবে।
বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের সাহায্যে এই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের অধিকর্তারা দাবি করেছেন এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেলে মাত্র ১৭ ঘণ্টায় কলকাতা ও দিল্লীতে যাতায়াত করা সম্ভব হবে। এই এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা যাওয়া-আসার সময় প্রায় ৬ থেকে ৭ ঘন্টা কমে যাবে।
২০২৬ সালের মধ্যে চালু হয়ে যাবে এই এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে শুরু হলে দেশের মূল শহরগুলির দূরত্ব আরো কমে যাবে। মোহানিয়া, রোহতাস, সাসারাম, ঔরঙ্গাবাদ, গয়া, ছাত্রা, হাজারিবাগ, রাঁচি, বোকারো, ধানবাদ, রামগড়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির উপর দিয়ে যাবে নতুন এই এক্সপ্রেসওয়েটি।