বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শিক্ষকদের অসন্তোষ আরও তুঙ্গে। তবে এই আবহেই রাজ্য সরকারি শিক্ষকদের জন্য বিরাট সুখবর।
পুজোর আগেই মুখে হাসি ফুটতে পারে শিক্ষকদের। এবার রাজ্যে স্কুল শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। খুব শীঘ্রই স্কুল শিক্ষকদের বেতন পরিকাঠামো তৈরি সহ একাধিক বিষয়কে পুনর্গঠনের জন্য এক নতুন শিক্ষানীতি চালু করতে চলেছে রাজ্য। এই বিষয়ে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়।
রাজ্য সরকারের নতুন শিক্ষানীতিতে এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের পড়ানোর মান বিবেচনা করে মানদণ্ড অনুযায়ী তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন শিক্ষকরা।