বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ফের একবার সরকারি কর্মচারীর বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

চলতি বছরের এপ্রিলেই প্রায় ৩ শতাংশ Dearness allowance বাড়ানো হয়েছিল সরকারি কর্মচারীদের। আর এবার খবর, ঐ একই হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের। যদিও যারা পেনশন পাচ্ছেন তাদের জন্য কোন বেতন বৃদ্ধির খবর আসেনি। আপাতত কেবল বর্তমান কর্মচারীদেরই মাসিক বেতন ৩ শতাংশ হারে বাড়ানো হবে। এই সুবিধা পাবেন রাজ্যের শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতসহ বিভিন্ন স্বশাসিত সংস্থাও।

এইসব পদের পাশাপাশি এই বেতন বৃদ্ধির আওতায় থাকবেন রাজ্য সরকারের যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তারাও। চলতি বছরের বাজেটে রাজ্য সরকারের কর্মীদের জন্য বরাদ্দ টাকায় ২৫০০ কোটি টাকা বাড়ানো হয়েছে। সেই টাকার থেকেই বেতন এবং বাৎসরিক DA-র টাকা দেওয়া হবে।