লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে এবার তৃণমূল সুপ্রিমোকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদাকাণ্ডে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথাই শোনা গেল শুভেন্দুর গলায়।
বিরোধী দলনেতা বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে CBI-এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব।’ শুভেন্দু আরও বলেন, পাবলিক সার্ভিস কমিশন ও ওয়েবেলে দুর্নীতির প্রমাণও রয়েছে তার কাছে।
একেবারে সময় ধরে প্রমাণ দিয়ে আসার মন্তব্যে জোর চৰ্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রসঙ্গত ২০১৩ সালে সারদা দুর্নীতি সামনে আসে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হলে একের পর এক শাসকদলের বহু নেতা গ্রেফতার হন। এত দিন পর যেখানে তদন্তের গতিহীন অবস্থায় তখন এই নিয়ে ফের বোমা ফাটালেন শুভেন্দু।