HIV রোগীদের জন্য জন্য সুখবর, নয়া আবিষ্কারে তাক লাগাল ইজরায়েলের গবেষকেরা

সফলতা পেলে বহু পরীক্ষা নিরীক্ষা, এবার মারণরোগ মুক্ত হতে পারে রোগীরা। দুরারোগ্য HIV-এরও চিকিৎসা সম্ভব। সম্প্রতি এমনটাই দাবি করছেন ইজরায়েলের একদল গবেষক। জানা যাচ্ছে, সম্প্রতি ইজরায়েলের গবেষকরা একটি টিকা আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করলে HIV-এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। এি টিকার ওপর বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর তাতেই তারা সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এইচআইভি বিশ্বের অন্যতম দুরারোগ্য রোগের মধ্যে একটি। এই ভাইরাস একবার মানুষের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

আর তাই এই ভাইরাসের আক্রমণে রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ধীরে ধীরে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সবার প্রথম আফ্রিকার এক শিম্পাঞ্জির শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছিল। পরে ধীরে ধীরে তা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বহু দেশেই এই ভাইরাস নিয়ন্ত্রণ করতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে সরকারের তরফ থেকে। এই ভাইরাস রুখতে নিরাপদ যৌন সঙ্গম, ব্যবহৃত ছুরি, কাঁচি কিংবা নিডেলের ব্যবহার না করার মতো একাধিক সতর্কবার্তার কথা প্রচার করা হয় প্রায় প্রতিদিনই। কিন্তু এই ভাইরাস থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে তা এখনো পর্যন্ত কোন চিকিৎসকেরই জানা নেই। কিন্তু সম্প্রতি ইজরায়েলের একদল গবেষক জানাচ্ছেন জেনেটিক চিকিৎসার মাধ্যমে এই ভাইরাস থেকে মুক্তি সম্ভব।

ইজরায়েলের ওই বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, তারা সম্প্রতি একটি সিঙ্গেল ডোর ভ্যাকসিন আবিষ্কার করেছেন যা এইচআইভির ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এই টিকা ইঞ্জিনিয়ারিং টাইপ বি শ্বেত কণিকা দিয়ে তৈরি যা দেহের মধ্যে প্রবেশ করে HIV-এর ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। তবে এখনো পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এই গবেষণা। উল্লেখ্য, টাইপ বি এক ধরনের শ্বেত কণিকা যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের দেহে এন্টিবডি তৈরি করে। আর এই বি সেলকে ব্যবহার করেই HIV-এর মতো জটিল ভাইরাসকে সমূলে ধ্বংস করতে উদ্যোগী হয়েছেন ইজরায়েলের এই গবেষকরা।