মহানগরীর বুকে নেওয়া হল বড় সিদ্ধান্ত

স্বচ্ছতা বাড়াতে নেওয়া হলো বড় পদক্ষেপ, গণপরিবহণগুলিতে যাতায়াতের ক্ষেত্রে যেটি সবথেকে আগে প্রয়োজন হয় সেটি হল নির্ধারিত টিকিট। এবার ট্রেনের পাশাপাশি সেই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে বাসেও। অর্থাৎ, বাসে চড়ে যাতায়াতের ক্ষেত্রেও চলছে লাগাতার টিকিট চেকিং।

ইতিমধ্যেই দেখা গিয়েছে যে, টিকিট চেকিংয়ের দিকে নজর দেওয়ার পরে STU বাসগুলির টিকির বিক্রির পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতর বিনা টিকিটের বাসযাত্রী এবং “অস্বচ্ছ” বাস কন্ডাক্টরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

যার ফলে বিভিন্ন সরকারি বাসে যাত্রীদের টিকিট পরীক্ষাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। মূলত, রাজ্য পরিবহণ নিগমের অধীনস্থ CSTC, CTC এবং WBSTC-র বাসগুলিতে টিকিট পরীক্ষকরা অত্যন্ত সতর্কতার সাথে যাত্রীদের টিকিট পরীক্ষা করছেন। জানা গিয়েছে, অন্তত ১০০ টি বাসে এহেন চেকিং চালানো হয়েছে। শুধু তাই নয়, কর্মীদের ক্ষেত্রে অন্যান্য ইউনিটে স্থানান্তর থেকে শুরু করে অপসারনের মত শাস্তি দেওয়া হচ্ছে বলেও খবর মিলেছে।