বড় বদল আসতে চলেছে মহানগরীর মেট্রোয়

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই পরিস্থিতিতে দ্রুত গতিতে আধুনিকা হচ্ছে শহর কলকাতা। বিলেতি মেট্রোর ধাঁচে আনন্দ নগরীতে ছুটবে অত্যন্ত আধুনিক মেট্রো রেক ।

কলকাতা মেট্রো সবচেয়ে প্রাচীন মেট্রো বলে কথা। আর সেই মেট্রো লাইনকে বদলানোর জন্য কাজ চলছে পুরোদমে। খুব শীঘ্রই টি নতুন মেট্রো রেকের আমদানি করতে চলেছে তিলোত্তমা নগরী। কলকাতা মেট্রোর এই আধুনিকরনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ভারতীয় রেল।

আধুনিকতার পাশাপাশি সংস্কৃতির-ও পূর্ণ খেয়াল রাখতে চলেছেন রেল কর্তৃপক্ষ। কামরার ভিতরে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতির কথা, কামরার গায়ে লেখা থাকবে মনীষীদের বিভিন্ন উক্তি। স্থান বিশেষে রাখা হবে টেরাকোটার কাজের নিদর্শন। রেকের হাতল থেকে শুরু করে স্ট্যান্ডিং সিট-র মত একাধিক বিষয়ে বদল আনার পরিকল্পনা করছে রেল মন্ত্রণালয়।