বড় ঘোষণা, এবার কমতে পারে পেট্রোলের দাম

বিগত বেশ কিছু মাস ধরে বাজারদরের পাশাপাশি বেড়ে চলেছে পেট্রোলের দাম। তবে এবার বেশ কিছুটা স্বস্তি মিলতে চলেছে মধ্যবিত্তের। বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, খুব শীঘ্রই বাজারে আসবে ইথানল মিশ্রিত পেট্রল। কমবে জ্বালানির দাম।

ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে চলে এসেছে এই ইথানল মিশ্রিত পেট্রল। প্রাথমিকভাবে বিক্রিও শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২০২৫ সালের মধ্যেই এই পেট্রল গোটা দেশের মানুষ ব্যবহার করতে পারবে।

গোয়ায় জি ২০ শক্তি মন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গিয়েছে। ভারতের লক্ষ্য ২০২৫ সালের মধ্যেই ওই ইথানল মিশ্রিত পেট্রোল গোটা দেশে উপলব্ধ করা। উল্লেখ্য, ইতিমধ্যেই জ্বালানির খরচ বাঁচাতে বহু মানুষ ইলেকট্রনিক ভেহিকেলের দিকে ঝুঁকেছেন। খরচের পাশাপাশি দূষণেও রাশ টেনেছে ইলেকট্রনিক ভেহিকেল।